৩নং কুপতলা ইউনিয়ন পরিষদ
গাইবান্ধা সদর, গাইবান্ধা।
অত্র ইউনিয়নে ১,২,৩,৪,৫,৬ ও ৭ নং বহিতে সর্ব মোট জম্ন নিবন্ধন হয়েছে:- ৩১৩৫৬ জন। ২৩-০৭-২০১৩ ইং সাল পর্যন্ত। সম্পুন্ন জম্ন নিবন্ধন অনলাইনে ডাটা এন্ট্রি করা হয়েছে।
১নং কুপতলা ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন এর ওয়ার্ড ভিত্তিক তালিকা
ক্রমিক নং | ওয়ার্ড নং | পুরুষ | নারী | মোট |
১ | ০১ নং ওয়ার্ড | ১১৬১ | ১০৬২ | ২২২৩ |
২ | ০২ নং ওয়ার্ড | ১৬৪৩ | ১৫৪৯ | ৩১৯২ |
৩ | ০৩ নং ওয়ার্ড | ১৫৩৫ | ১৬১৫ | ৩১৫০ |
৪ | ০৪ নং ওয়ার্ড | ২২২৭ | ২০৯১ | ৪৩১৮ |
৫ | ০৫ নং ওয়ার্ড | ১৪৩৭ | ১৪৭০ | ২৯০৭ |
৬ | ০৬ নং ওয়ার্ড | ২১৭২ | ১৯৯৪ | ৪১৬৬ |
৭ | ০৭ নং ওয়ার্ড | ২৮৮৬ | ২৬৮১ | ৫৫৬৭ |
৮ | ০৮ নং ওয়ার্ড | ১৫৯০ | ১৫২৩ | ৩১১৩ |
৯ | ০৯ নং ওয়ার্ড | ১৪০৫ | ১৩৩৬ | ২৭৪১ |
ব্যক্তির ক্ষেত্রে তাঁর পরিচিতি ও বয়সনির্ধারণের জন্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্মনিবন্ধন জরুরী। ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ প্রভৃতি ক্ষেত্রে প্রকৃত বয়স জানা অপরিহার্য, আর এই অপরিহার্যতামিটাতেই প্রয়োজন জন্মের সঙ্গে সঙ্গে জন্ম নিবন্ধন সম্পন্নকরণ।৩১ডিসেম্বর ২০০৮ এর পর থেকে নিম্নোক্ত সেবাসমূহ পেতে হলে একজন নাগরিককে তাঁরজন্ম সনদ দেখানোর আইনগত বাধ্যবাধকতা আছে:
জন্ম ও মৃত্যু নিবন্ধনআইনমূলে:
(ক) পাসপোট ইস্যু;
(খ) বিবাহ নিবন্ধন;
(গ) শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্ত্তি;
(ঘ) সরকারী, বেসরকারী বা স্বায়ত্বশাসিত সংস্থায়নিয়োগদান;
(ঙ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু;
(চ) ভোটার তালিকা প্রণয়ন;
(ছ)জমি রেজিস্ট্রেশন;
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালাসমূহমূলে:
(জ)ব্যাংক হিসাব খোলা;
(ঝ) আমদানী ও রপ্তানী লাইসেন্স প্রাপ্তি;
(ঞ)গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি;
(ট) ট্যাক্সআইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) প্রাপ্তি;
(ঠ) ঠিকাদারী লাইসেন্সপ্রাপ্তি;
(ড) বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি;
(ঢ) গাড়িররেজিস্ট্রেশন প্রাপ্তি;
(ণ) ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও
(ত) জাতীয়পরিচয়পত্র প্রাপ্তি।
জন্ম তথ্য প্রদানকারী
শিশুর পিতা বা মাতা বা অভিভাবক শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম সংক্রান্ত তথ্য নিবন্ধকের নিকট প্রদানের জন্য দায়ীথাকবেন।
এছাড়া নিম্নবর্ণিত ব্যক্তিগণ কোন ব্যক্তির জন্ম নিবন্ধনেরজন্য নিবন্ধকের নিকট তথ্য প্রেরণ করতে পারবেন:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস