গাইবান্ধা জেলাধীন সদর উপজেলার ৩নং কুপতলা ইউনিয়নের চাপাদহ গ্রামে প্রতিষ্টিত সুনাম ধন্য মসজিদ চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ। অত্র চাপাদহ গ্রামের পূর্ব পুরুষগন পাঁচটি সমাজের মানুষ একত্র হয়ে পাঁচ সমাজের পাঁচটি কুড়ে ঘর চাপাদহ বাজারের পাশ্বে উত্তালন করে নামাজ আদায় করে। পরে এলাকার মুসল্লীগনের পুর্নাঙ্গ সহযোগীতায় একটি ৫ দরজা বিশিষ্ট্য মসজিদ নির্মান করে। প্রতি শুক্রবার প্রায় ২ হাজার মুসল্লীবৃন্দ নামাজে অংশগ্রহন করে নামাজ আদায় করে। অত্র এলাকার সুনামধন্য পাঁচজুম্মা জামে মসজিদটি বিভিন্ন পর্যটক আগমন করে মসজিদটি দেখা সহ ইতিহাস জানার জন্য। ঐতিহ্যবাহী চাপাদহ পাঁচজুম্মা জামে মসজিদ টি গ্রাম অঞ্চলের মধ্যে শ্রেষ্ট মসজিদ হিসাবে সুনাম অর্জন করা সহ অত্র এলাকার মুসল্লীগনের নামাজের সুবিধার জন্য নতুন ডিজাইনে অত্যাধনিক পদ্ধতিতে পাঁচজুম্মা জামে মসজিদ নির্মান করা হচ্ছে। এখন পর্যান্ত নির্মান কাজ চলছে।
নির্মান কাজের স্বচিত্র নিম্নরুপ:
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস